![শেখ হাসিনাকে ভারত আর আ. লীগের একটা অংশ কুরবান করে দিয়েছে: আসিফ সৈকত শেখ হাসিনাকে ভারত আর আ. লীগের একটা অংশ কুরবান করে দিয়েছে: আসিফ সৈকত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/BeFunky-collage-32-1-2502131155.jpg)
ছবিঃ সংগৃহীত
বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেছেন, শেখ হাসিনাকে ভারত আর আওয়ামী লীগের একটা অংশ কুরবান করে দিয়েছে, এই তথ্যের উপর নিশ্চিত থাকতে পারেন । শেখ পরিবারহীন আওয়ামী লীগ মশার কাছেও পাত্তা পাবে না।
তিনি আরো বলেন, বিএনপির সাথে এই একই খেলা ভারতের র, হাসিনা ১৭ বছর চেষ্টা করেও পারেনি। অথচ মাত্র ৭ মাসে শেখ পরিবারবিহীন আওয়ামী লীগ তৈরির পথে ।
আমি জানি আওয়ামী লীগ ডেডিকেটেড নেতাকর্মীদের জন্য এটা ভীষন হতাশার, বাট ডিয়ার! দিস ইজ পলিটিক্স। নেতাকেই হজম করে, সব পাপের দায় তার উপর চাপিয়ে দিয়ে তাকেই ফাঁসিতে লটকিয়ে নিজেদের সেফ করার এক দুর্দান্ত মিশন।
রিফাত