ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেফতার

প্রকাশিত: ১৬:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের সিংড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী রনিকে গ্রেফতার করা হয়েছে। সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিংড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক।

জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করা হয়। তাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।

এ বিষয়ে সিংড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, ২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সজিব

×