ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি

প্রকাশিত: ১৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি

বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। একইসাথে মত নেই আনুপাতিক হারে ভোটের পক্ষেও বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এর বিস্তারিত তুলে ধরেন ।

তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি নির্বাচন কবে হবে সে বিষয়ে তারা জানতে চেয়েছেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের পক্ষে নয় বিএনপি। আনুপাতিক ভোটে জনগণ অভ্যস্ত না থাকায় সেটির পক্ষে মত নেই বলেও জানান মির্জা ফখরুল।

এসময় জাতিসংঘের বিবৃতিকে স্বাগত জানিয়ে বিএনপির এই নেতা জানান, জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। তাই ভারতের কাছে তিনি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিও জানান।

সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত আবারো জনগণের ওপর ছেড়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা।

সজিব

×