![আমি ভাই খুব নগণ্য এবং পাপী বান্দা আমি ভাই খুব নগণ্য এবং পাপী বান্দা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-13T133542406-2502130739.jpg)
ছবিঃ সংগৃহীত
বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত আজ (১৩ ফেব্রুয়ারি) তার ফেসবুক ভেরিফায়েড পেজে একটি হৃদয়স্পর্শী স্ট্যাটাস আপডেট করেছেন। সেখানে তিনি একটি শিশুর ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন—
"আমি ভাই খুব নগণ্য এবং পাপী বান্দা। কিন্তু আল্লাহ আমারও, আপনারও।"
তিনি আরও বলেন,
"বাচ্চাটাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার পরও, তার আয়নাঘরে ছোটো হাতে খোদাই করে লেখা ‘1230 days, মাসুদ ইব্রাহীম, I love my family’ লেখা দেখেও যারা হাসে, যারা এসব হত্যা জুলুমের সাথে জড়িত—আল্লাহ যেনো তাদের প্রত্যেকের দুনিয়ার এবং আখিরাতের জীবনকে আয়নাঘর বানাইয়া দেন।"
সৈকত জানান, এ ঘটনার পর তার আর আল্লাহর কাছে অন্য কোনো চাওয়া-পাওয়া নেই।
সামাজিক প্রতিক্রিয়া ও আলোচনা
তার এই স্ট্যাটাস প্রকাশের পর মুহূর্তেই হাজারো লাইক, শেয়ার ও মন্তব্য জমা হতে থাকে। অনেকেই এ ঘটনাকে নৃশংস ও অমানবিক বলে উল্লেখ করেন। কেউ কেউ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে, ঘটনাগুলো নিয়ে দেশজুড়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছে।
জাফরান