ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

এলডিপি নেতার ভবনে ড্যান্স পার্টি, আটক ২৫ তরুণ-তরুণী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

এলডিপি নেতার ভবনে ড্যান্স পার্টি, আটক ২৫ তরুণ-তরুণী

আটককৃত তরুণ-তরুণীরা

চট্টগ্রাম নগরীতে এলডিপি নেতার বাণিজ্যিক ভবনে চলা ‘কাপল ড্যান্স পার্টি’তে অভিযান চালিয়ে বিয়ারসহ ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টার নামে একটি বাণিজ্যিক ভবনের সপ্তম তলা থেকে তাঁদের আটক করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালানো হয়। এ সময় ২৫ তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ৮ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান চালানো হয়।’

ওসি আরও বলেন, অভিযানে একজনের হেফাজতে ৭০ বিয়ার উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হচ্ছে। বাকিদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ওই ভবনে তারা অভিযান চালায়।

এক ব্যবসায়ী জানান, ভবনটির মালিক এলডিপি দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এয়াকুব আলী। ওই ভবনের সপ্তম তলায় ড্যান্স পার্টি চলছিল। মঞ্জু নামের এক ব্যক্তি ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে এ আয়োজন করে। জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। রাতে উচ্চ স্বরে গান-বাজনা চলায় স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন।

শহীদ

×