ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

নির্বাচনী রোডম্যাপ দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনী রোডম্যাপ দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু

জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু

নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ জনদাবিতে বুধবার থেকে জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু হয়েছে। কর্মসূচিতে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ৬৪ জেলার কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ছয়টি জেলায় সমাবেশের আয়োজন করেছে বিএনপি। 
বিকেলে লালমনিরহাট রেলওয়ে মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মতো চলছে। বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এখনো অব্যাহত। সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে নাই। অন্তর্বর্তী সরকার নির্বাচনেও নাই, দেশ পরিচালনাও ব্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব্যস্ত।’ বিএনপি নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
 এদিকে, খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। সরকারের অনেকেই বিগত শেখ হাসিনা সরকারের সহযোগী এবং তারা সরকার পরিচালনায় অদক্ষ।
 তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়ে অর্ধেক সংস্কার হয়ে গেছে। মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া আর কারও নেই। নির্বাচিত সরকার অবশ্যই এসব সংস্কার করবে।’ সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন মেজর হাফিজ।
 দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী। এ ছাড়া বিকেলে সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীতেও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, পতিত স্বৈরাচারের দোসরদের প্রশাসনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অসম্ভব মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই দেশ এবং দেশের মানুষের মূল চালিকাশক্তি। এই ঐক্যকে বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
সমাবেশে প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতন হয়েছে। মানুষের আশা আকাক্সক্ষা পূরণের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কেউই জোর করে বসেননি।

জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য জনগণের নির্বাচিত সরকার জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি চায় জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতন হয়েছে। অতিদ্রুতই সকলের অংশগ্রহণে একটি নির্বাচন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভালোবাসা অর্জন করে মানুষের পাশে থাকুন। জনগণকে কষ্ট দিয়ে যারা নিজের ভাগ্য বদলাতে চায় দলে তাদের কোনো স্থান হবে না।
উল্লেখ্য, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে দলটি।

×