![আমরা শপথ করছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো আমরা শপথ করছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-12T220641384-2502121610.jpg)
ছবিঃ সংগৃহীত
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার সময় আহত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজার জন্য তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়, যেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আন্দোলনকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের আয়োজন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, "কাশেমের এই রক্তের দায়ভার আমাদের ওপর। আমরা শপথ করছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো। দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাই।"
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাশেমসহ অন্তত ১৬ জন আহত হন। আহত কাশেমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।
এই ঘটনার পর রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জাফরান