![এমনই এক জালিমের শাসনে ছিলাম যে একটা কথাও বলতে পারিনি, কেন কষ্ট পেলেন ফারুকী? এমনই এক জালিমের শাসনে ছিলাম যে একটা কথাও বলতে পারিনি, কেন কষ্ট পেলেন ফারুকী?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-12-at-100721-PM-2502121607.jpg)
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সম্প্রতি নিজের বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনের হত্যার স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কীভাবে সুমনকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল এবং সে আশঙ্কায় কেঁপে কেঁপে উঠছিল। বেঁচে থাকার আকুতি নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিল সে। ফারুকি দাবি করেন, নিষ্ঠুর কায়দায় সুমনকে ইনজেকশন দিয়ে হত্যা করে শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়, যার নির্দেশদাতা ছিলেন জিয়াউল আহসান।
তিনি আরও লেখেন, দীর্ঘ ষোলো বছর ধরে পুরো দেশ ভয় ও শঙ্কার মধ্যে ছিল। এই দুঃসময়ের কথা মনে করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, এমন নির্মমতার পক্ষে কেউ কথা বললে তিনি নিজের সংযম হারিয়ে ফেলেন।
ফারুকির ফেসবুক স্ট্যাটাসটি সংযুক্ত করা হলো
আসিফ