ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সংবাদ প্রকাশের পর কমিটি থেকে পদত্যাগ করলেন আওয়ামীপন্থী সেই শিক্ষক!

বেরোবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সংবাদ প্রকাশের পর কমিটি থেকে পদত্যাগ করলেন আওয়ামীপন্থী সেই শিক্ষক!

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ বইমেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক নীল দলের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. আপেল মাহমুদ। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণে উল্লেখ করেছেন তিনি। তবে যানবাহন কেনাকাটা কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটিতে তার সদস্যপদ অব্যাহত রয়েছে।

এই পদত্যাগের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ব্যক্তি আর কোনো প্রশাসনিক পদে রাখা হবে না। ড. আপেল মাহমুদ ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি কট্টোর আওয়ামীপন্থী হিসেবে পরিচিত।

শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে, প্রশাসনের একাধিক কর্মকর্তা-শিক্ষক এখনো তার ছত্রছায়ায় রয়েছেন এবং তার নেতৃত্বে চলা নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

আসিফ

×