ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

আমি চাই ইসলামী হুকুমতের ভিত্তিতে দেশ পরিচালিত হোক:ফয়জুল করীম

প্রকাশিত: ১৯:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আমি চাই ইসলামী হুকুমতের ভিত্তিতে দেশ পরিচালিত হোক:ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম এক চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে দেশের ভবিষ্যৎ, শাসনব্যবস্থা ও রাজনৈতিক দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমি চাই ইসলামী হুকুমতের ভিত্তিতে দেশ পরিচালিত হোক, যাতে সকল ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে। ধর্মপ্রাণরা মাথা উঁচু করে চলবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। অন্যায়কারী শাস্তি পাবে, আর নির্দোষরা মুক্ত আকাশে বিচরণ করবে।"


সৈয়দ ফয়জুল করীম বলেছেন, "আমি আমাকে প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য মনে করি না।"ফয়জুল করীমের স্পষ্ট বক্তব্য, তিনি ইসলামী হুকুমতের মাধ্যমে দেশ পরিচালনার স্বপ্ন দেখেন। তার মতে, এটাই দেশের কল্যাণের একমাত্র পথ।

তিনি বলেন, “গোটা দুনিয়ার শাসকদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের শেখ হাসিনার থেকে শিক্ষা নেওয়া উচিত, বাশার আল-আসাদ থেকে শিক্ষা নেওয়া উচিত যে, স্বৈরশাসক জনগণকে চাপিয়ে রাখতে পারে, কিন্তু স্থায়িত্ব পেতে পারে না।"

ফয়জুল করীম আরো বলেন, “এটা আমাদের জন্য, গোটা দুনিয়ার বিপ্লবীদের জন্য একটা মেসেজ। ইনশাআল্লাহ, কোনো স্বৈরশাসক কখনো স্থায়ী হতে পারে না। আজ হোক, কাল হোক, তাদের বিদায় হবেই ইনশাআল্লাহ।"

তিনি জানান, “আমরা চাই না কোনো জালেম শাসক ক্ষমতায় থাকুক। আমি বলতে চাই, গোটা দুনিয়ায় কোনো জালেম শাসক যেন না থাকে।"

ফয়জুল করীম বলেছেন "আমি চাই ইসলামী হুকুমতের ভিত্তিতে দেশ পরিচালিত হোক। যদি ইসলামী হুকুমতের ভিত্তিতে দেশ চলে, তাহলে এ দেশের মানুষ মুক্তি ও শান্তি পাবে। প্রত্যেক ধর্ম-বর্ণের মানুষ তাদের অধিকার ফিরে পাবে।"

তিনি আরও বলেন, "যতদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হবে, ততদিন এটি শুধুই বক্তব্যে সীমাবদ্ধ থাকবে, বাস্তবায়ন সম্ভব হবে না।"

তিনি বলেন, “আমি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য মনে করি না। আমার চেয়ে হাজারো যোগ্য ব্যক্তি আছেন। আমি চাই, প্রধানমন্ত্রী একজন নীতিবান, আদর্শবান ব্যক্তি হোক, যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলবে।”
প্রশাসনে কাজ করার সুযোগ পেলে কী করবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি গরিবদের কল্যাণে কাজ করব, নারীদের উন্নয়নে ভূমিকা রাখব, মাজলুমদের পাশে দাঁড়াব। দেশের অর্থনীতিকে শক্তিশালী করব, দরিদ্র মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনব।"


সূত্র:https://tinyurl.com/y6wchu3k

আফরোজা

×