শাহবাগ আন্দোলনের গণজাগরণ মঞ্চের আহবায়ক ড. এইচ সরকার বলেন, “দীর্ঘ ৬ মাসের চেষ্টায় নাট্যকার মুহম্মদ ইউনূস কর্তৃক নির্মিত ‘আয়নাঘর’ নাটকটি দেখলাম।”
তিনি প্রশ্ন করেন,”সময় এবং ডাটা নষ্ট করায় এদের কি কঠিন জরিমানা করা উচিত না?”![](https://www.dailyjanakantha.com/media/imgAll/1906125275.jpg)
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটাই জানান তিনি।