![সচিবালয়ের ভূত না তাড়ালে দেশ ঠিক হবেনা: সাইয়েদ আবদুল্লাহ সচিবালয়ের ভূত না তাড়ালে দেশ ঠিক হবেনা: সাইয়েদ আবদুল্লাহ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৭-9-2502120528.jpg)
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ের ভূত যদি না তাড়ানো যায় কেনো অবস্থাতেই আর এই দেশ ঠিক হবেনা। সচিবালয় বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। কতজন সচিবকে গ্রেপ্তার করা হয়েছে?
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সাইয়েদ আবদুল্লাহ বলেন, ডেভিল হান্ট কথাটা যখন বলছে তার মানে তখন প্রথমেই আমার কাছে যে বিষয়টা বিবেচনার বিষয় ডেভিল যারা তাদের কি গ্রেপ্তার করা হচ্ছে? আপনি যদি ইবলিসকে গ্রেপ্তার না করে এই ছোটখাটো কিছু শয়তানের পিছনে সময় ব্যয় করে এটাকে রোমান্টিক চরিত্র হিসেবে দেখানোর চেষ্টা করেন যে বিশাল বড় ইফোর্ট নিয়েছি। সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় জাতির সাথে একটি হটকারিতা হবে।
তিনি বলেন, তবে আমি এখনই একদম আশাহীন হয়ে যাচ্ছি ব্যাপারটা এমন না।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=_-955QSAbuM
শিহাব