ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

শিশু সরকার, দেশে শাসন জনতার নয়

প্রকাশিত: ১১:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শিশু সরকার, দেশে শাসন জনতার নয়

ছবি: সংগৃহীত

"শিশু সরকার, দেশে শাসন জনতার নয়"

 

গণফোরাম নেতা এডভোকেট সুব্রত চৌধুরী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ ।


জুলাই বিপ্লবকে তিনি "বুল্ডোজার রেভোলিউশন" নাম ছাড়া অন্য কোনো উপযুক্ত নাম দিতে পারছেন না।

তার মতে, বর্তমানে কয়েকজন তরুণ, শিশু  উপদেষ্টা দেশ চালাচ্ছেন, যা জনতার প্রতিনিধিত্ব নয়। ছাত্রদের ক্ষমতায় অংশগ্রহণের বিষয়টি সমালোচনা করে, তিনি ৫২ সালের ভাষা আন্দোলনের উদাহরণ দেন, যেখানে তৎকালীন ছাত্ররা কখনো ক্ষমতার অংশীদার হতে চায়নি, যদিও তারা পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়েছিল।

তিনি আরও মন্তব্য করেন যে, বর্তমানে অপসংস্কৃতি রমরমা হয়ে উঠেছে এবং পূর্বের সমস্ত অর্জন ব্যর্থতায় পরিণত হয়েছে। এখানে তিনি ৭১ সালের অর্জন এবং ৭২ সালের সংবিধানকে উল্লেখ করেন।
 

আঁখি

×