![সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পান রুমিন ফারহানা সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পান রুমিন ফারহানা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৪-3-2502112143.jpg)
ছবি : সংগৃহীত
গত ১৫ বছর নিরাপত্তাহীনতায় না ভুগলেও এখন সেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। রোববার এক গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
টকশোতে অপারেশন 'ডেভিল হান্ট' নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “খাজনা থেকে বাজনা বেশি—এটাই বাঙালির স্বভাব। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে যারা ক্ষমতায় ছিলেন, তারাই নষ্ট করেছেন। অথচ এখন মনে করা হচ্ছে, শুধু পোশাক বদলালেই তারা সঠিকভাবে কাজ করবে।”
তিনি বলেন, “একটি সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের বিচার প্রচলিত আইনের আওতায় হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে তা হয় না। বরং বড় বড় কথা বলা হয়—লুকিং ফর শত্রুস কিংবা অপারেশন ডেভিল হান্টের মতো শব্দ ব্যবহার করা হয়। এসব নিয়ে জাতি ক্লান্ত।"
গাজীপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "কীভাবে এই ঘটনা ঘটল? কারা উসকানি দিল? কেন মাঠে পুলিশ-সেনাবাহিনী থাকার পরও এটি ঘটল? স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এর ব্যাখ্যা দেওয়া।"
তিনি আরও বলেন, “৩২ নম্বরে দুই দিন ধরে একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো, আগুন দেওয়া হলো, উৎসবমুখর পরিবেশে ঘটনাটি ঘটল। তারপর দেখা গেল, সরকার শুধু নিন্দা জানাচ্ছে। যদি সরকার সত্যিই এ ঘটনাকে সমর্থন করত, তাহলে বোল্ডলি বলত, ‘আমরা শেখের কোনো অস্তিত্ব রাখতে চাই না।’ তাহলে অন্তত মানুষ নিশ্চিত হতে পারত, সরকার জানে কী ঘটছে এবং সরকার সেটাকে সমর্থন করছে।"
সরকার পরিচালনা নিয়ে সমালোচনা
রুমিন ফারহানা বলেন, “সরকার কি জনগণের সঙ্গে মশকরা করছে? রাষ্ট্র পরিচালনাকে কি ছেলে খেলা মনে করছে? এখন ১৮-২০ কোটি মানুষ হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের অযোগ্যতা ও অপদার্থদের দায়িত্বে বসানোর কারণে।"
তিনি আরও বলেন, “বড় বড় রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ হতে দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ এখন মনে হচ্ছে, সরকার নিজেই ব্যর্থ হতে চাচ্ছে।”
নিরাপত্তাহীনতার অভিযোগ
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “অনেক বছর পর এখন সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পাই। আগে কখনো এমন বলিনি। এখন রাত হলে গাড়িতে আমার সঙ্গে আরেকজন লোক থাকা বাধ্যতামূলক হয়ে গেছে।”
তিনি বলেন, “আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, তারা গলা নিচু করে বলেন—ভাই, দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করেন। বাংলাদেশ কোন পথে যাচ্ছে? এটা কি সরকারের উপদেষ্টাদের উত্তর দেওয়ার কথা নয়?”
মো. মহিউদ্দিন