ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

হাসিনার পতনের একমাত্র কারণ তার লাগামহীন মুখ: মেহেদী হাসান

প্রকাশিত: ০১:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার পতনের একমাত্র কারণ তার লাগামহীন মুখ: মেহেদী হাসান

ছবি : জনকণ্ঠ

অনলাইন অ্যাক্টিভিস্ট মেহেদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “হাসিনার পতনের একমাত্র কারণ তার লাগামহীন মুখ। এখান থেকে শিক্ষা না নিলে পতন অনিবার্য। বিনয় মানুষকে বড় করে, অহংকার পতনের কারণ হয়। সাবধান।”

তার এই মন্তব্য রাজনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

এ বিষয়ে এখনো প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে।

মো. মহিউদ্দিন

×