ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

নবীজির ইজ্জতের প্রশ্নে আমরা জীবন দিতেও প্রস্তুত:মেহেদী হাসান

প্রকাশিত: ০০:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নবীজির ইজ্জতের প্রশ্নে আমরা জীবন দিতেও প্রস্তুত:মেহেদী হাসান

সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট মেহেদী হাসান আজ (১২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে নবীজির সম্মান রক্ষার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, “নবী অবমাননার ঘটনা এখন ক্রমশ সামনে আসছে। অনেকে চাইছে, এটি নিয়ে বিশৃঙ্খলা তৈরি হোক। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। নবীজির ইজ্জতের প্রশ্নে আমরা জীবন দিতেও প্রস্তুত।”


তার পোস্টে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন সোহেল হাসান গালিবের একটি কবিতার বইয়ের কথা, যা তিনি দাবি করেছেন বইমেলায় বিক্রি হচ্ছে এবং সেখানে নবীজিকে চরমভাবে অপমান করা হয়েছে। মেহেদী হাসান অভিযোগ করেছেন যে, শুধু বইতেই নয়, বরং ফেসবুকে পোস্টের মাধ্যমে গালিব উসকানি দিচ্ছেন। তিনি স্পষ্টভাবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।”


তার মতে, সরকার যদি এমন অপমানজনক ঘটনা প্রতিহত করতে ব্যর্থ হয়, তাহলে জনসাধারণের ক্ষোভ থামানো কঠিন হয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, “আমরা যতই শান্ত থাকার আহ্বান জানাই, জনগণ আমাদের কথা শুনবে না।” তাই, তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জনগণ ফুঁসে ওঠার আগেই পদক্ষেপ নিন।”

তার পোস্টে তৌহিদি জনতার আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহেদী হাসান সরকারের প্রতি অনুরোধ জানান, যেন তাদের অনুভূতিকে উপেক্ষা না করা হয় এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।

আফরোজা

×