ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

মব সংস্কৃতি সম্ভাবনাকে ধ্বংস করছে: মাহফুজ আলম

প্রকাশিত: ২৩:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মব সংস্কৃতি সম্ভাবনাকে ধ্বংস করছে: মাহফুজ আলম

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক ও উপদেষ্টা মাহফুজ আলম আজ (১১ ফেব্রুয়ারি) রাতে তার ফেরিভাইড নামক ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি "তৌহিদী জনতা" পরিচয়দানকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন।

মাহফুজ আলম স্পষ্ট করে বলেছেন, তিনি কাউকে হুমকি দেননি, বরং সতর্ক করেছেন। তার ভাষ্য অনুযায়ী, গত ১৫ বছর ধরে নিপীড়নের শিকার হওয়া একটি আন্দোলন বর্তমানে জাতীয় সম্ভাবনা সৃষ্টি করেছে, তবে মব সংস্কৃতির কারণে তা ঝুঁকির মুখে পড়ছে।

তিনি বলেন, "আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকের মতোই দরদ আছে। আলেমদের প্রতি সম্মানও আছে। আমি নিজেও বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী। কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার পরিণতি সম্পর্কে সতর্ক করাও আমার দায়িত্ব বলে মনে করি।"

তার মতে, বাংলাদেশে এখন স্থিতিশীলতা জরুরি। তিনি বিপ্লবী জনতা ও উদ্দেশ্যহীন মবের পার্থক্য বোঝাতে গিয়ে বলেন, "লক্ষ্যহীন ও দিকনির্দেশনাহীন মব সংস্কৃতি আমাদের শত্রুদেরই উপকৃত করছে। তাই রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আমাদের কঠোর হতে হবে।"

তিনি আরও বলেন, "এই কঠোরতা অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন ও নৈরাজ্য সৃষ্টি করছে। তবে ইসলামফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করার যে অতীত অভ্যাস ছিল, তার পুনরাবৃত্তি আর হবে না।"

মাহফুজ আলম তার পোস্টে স্মরণ করিয়ে দেন যে, গত ১৫ বছর ধরে আলেম, মাদ্রাসা ছাত্রসহ তৌহিদী জনতা নিপীড়নের শিকার হয়েছেন এবং সাম্প্রতিক অভ্যুত্থানেও তারা রক্ত দিয়েছেন।

তিনি বলেন, "যে স্বাধীনতা এত রক্তাক্ত, সে স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে ভবিষ্যতে ভয়াবহ যুলুম নেমে আসতে পারে। আমি শুধু সেই সতর্কতাই উচ্চারণ করেছি।"

পোস্টের শেষাংশে মাহফুজ আলম ব্যক্তিগত আক্রমণ ও হুমকি থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, "ব্যক্তিগত বিশ্বাস নিয়ে সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি দেওয়া বা অপমান করা নবীজির অনুসারী হিসেবে আমাদের পরিত্যাগ করা উচিত। বিভাজন ও ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার জন্য গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদার ভিত্তিতেই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে।"
 

সায়মা ইসলাম

×