![ছাত্রদের নতুন রাজনৈতিক দল দেশ, জাতি এবং ভবিষ্যতের জন্য ভালো হবে: সাইয়েদ আব্দুল্লাহ ছাত্রদের নতুন রাজনৈতিক দল দেশ, জাতি এবং ভবিষ্যতের জন্য ভালো হবে: সাইয়েদ আব্দুল্লাহ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/image-306413-1735457533-1-2502111644.jpg)
ছবিঃ সংগৃহীত
অ্যাক্টিভিস্ট ও সমালোচক সাইয়েদ আব্দুল্লাহ একটি টক শো'তে বলেছেন, ছাত্রদের রাজনৈতিক দল অবশ্যই আসা উচিত। এটা রাজনৈতিক দলের জন্য ভালো, দেশের জন্যও ভালো। এতে করে আওয়ামী লীগের বিকল্প পেয়ে যাবে মানুষ। ছাত্ররা যদি মনে করে দল গঠন করে রাজনৈতিক দলগুলোকে চাপে রাখবে সেটা উচিত হবে না।
আবার রাজনৈতিক দলগুলো যদি ভাবে ছাত্ররা কারা তাহলে সমস্যা সৃষ্টি হবে। আন্দোলনের সময়ে অনেকেই স্ট্র্যাটেজি অনুযায়ী কথা বলেছে। যাতে আন্দোলন থেমে না যায়। কারণ শেখ হাসিনার দমন-পীড়নের কিছু প্যাটার্ন ছিলো। সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলো তাদের স্ট্র্যাটেজিক বক্তব্য দিয়েছে।
তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের টার্গেট ছিলো একটা, শেখ হাসিনার পতন। কিন্ত একেকজনের ক্রোধের জায়গাটা একেকরকম ছিলো। শেখ হাসিনার পতনের পর সবাই যে যার আদর্শের জায়গায় ফিরে যেতে চাচ্ছে। কিন্ত এই মুহুর্তে বেসিক কিছু জায়গায় একমত থাকা জরুরি। একটি টেবিলের যে ৩টি পায়া থাকে, তার একটি আমাদের সরকার, একটি ছাত্ররা আরেকটি রাজনৈতিক দলগুলো।
রিফাত