ছবি: সংগৃহীত।
আলোচিত অ্যাক্টিভিস্ট মেহেদি হাসান আজ (১১ ফেব্রুয়ারি) তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, "পিনাকি-ইলিয়াসের লড়াই আর আমাদের লড়াই এক নয়। আমাদের যুদ্ধ আমাদেরই করতে হবে।"
তিনি পোস্টে আরও বলেন, "তারা আমাদের কৌশলগত মিত্র। কিছু বিষয়ে আমাদের মতাদর্শ মিলে গেলেও, প্রতিটি ইস্যুতে তারা আমাদের হয়ে লড়বে—এমনটা আশা করা ঠিক নয়। ঠিক যেমন আমরাও তাদের প্রতিটি বিষয়ে সক্রিয় থাকি না।"
মেহেদি হাসান তার স্ট্যাটাসে স্পষ্ট করেন, "আমাদের ও তাদের মধ্যে কমন শত্রু ও অভিন্ন এজেন্ডা থাকতে পারে। এখানে যে যার সুবিধামতো সম্পৃক্ত হবে বা হবে না।"
তিনি আরও বলেন, "আজ পিনাকি-ইলিয়াস কেন চুপ – এই প্রশ্ন তোলার সুযোগ নেই। যেমন আমরাও তাদের সব ইস্যুতে সক্রিয় নই, তেমনি তারাও আমাদের প্রতিটি ইস্যুতে সরব নাও হতে পারেন। এটা বাস্তব এবং স্বাভাবিক।"
সায়মা ইসলাম