ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

শেখ মুজিবকে নেতা মানা যদি অপরাধ হয়, হাসিনাকে তাড়াইয়া সেই কাফফারা সারজিস করেছে: সাদিকুর

প্রকাশিত: ২২:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

শেখ মুজিবকে নেতা মানা যদি অপরাধ হয়, হাসিনাকে তাড়াইয়া সেই কাফফারা সারজিস করেছে: সাদিকুর

ছবিঃ সংগৃহীত

লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ করে মুজিবকে নেতা মানা যদি অপরাধ হয়, হাসিনাকে তাড়াইয়া সেই অপরাধের কাফফারা সারজিস করেছে। 

সাদিকুর আরো বলেন, শুধু সারজিস না, জুলাই এ ঝাঁকে ঝাঁকে নিষিদ্ধ ছাত্রলীগের পোলাপাইন পদত্যাগ করে মাঠে ছিলো। এগুলো আমার নিজের চোখে দেখা। আওয়ামীলীগ- নিষিদ্ধ ছাত্রলীগ যতই ঘৃণা করি, এই পোলাপাইনের অবদান আমি অন্তত অস্বীকার করবো না। 


শেখ মুজিবকে স্বীকার করে নিষিদ্ধ ছাত্রলীগ করে, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে পদত্যাগ করে সেই নিষিদ্ধ ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা সারজিস আলমের লজ্জা না। বরং সারজিস আলমের ক্রেডিট। রাজনীতিবিদদের এই প্রজ্ঞা থাকতে হয়।  

শেখ মুজিবও তো মুসলিম লীগার ছিলেন। শেখ মুজিব মুহাম্মদ আলী জিন্নাহকে কায়েদে আজম ডেকে পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান এনেছিলেন। সেই মুজিবই পরে পাকিস্তানের বিরুদ্ধে সবচে প্রমিনেন্ট ফিগার হিসেবে দাঁড়াইয়া যান। ঘোষণা দেন, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। 

তখন যদি কেউ আইসা বলতো, মুজিব তো পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে, জিন্নাহকে কায়েদে আজম ডেকেছে, মুজিব স্বাধীনতার ঘোষণা দেওয়ার কে? 

কেউ বলেনি। কারণ, রাজনীতিতে এইটা ভ্যালিড। রাজনীতি মানে সময়কে ধারণ করা।নিজের ভুলকে ভুল জেনে সেই ভুলের বিরুদ্ধে দাঁড়ানোই তো সবচে বড় বিপ্লব।

রিফাত

×