ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ধর্মীয় আঘাত অর্থাৎ ইসলামকে,রাসুলকে আক্রমণের পথে হাঁটবে শাহবাগীরা:আসিফ সৈকত

প্রকাশিত: ২১:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ধর্মীয় আঘাত অর্থাৎ ইসলামকে,রাসুলকে আক্রমণের পথে হাঁটবে শাহবাগীরা:আসিফ সৈকত

সংগৃহীত

বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পোস্টে শাহবাগ আন্দোলন ও ধর্মীয় ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন,“শাহবাগীরা পুরানো ধর্ম অস্ত্র বা ইসলামকে, রাসূলকে আক্রমণের পথে হাঁটবে বলে মনে হচ্ছে । 

সৈকত তার পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাংলার প্রভাষক হাসান গালিবের ফেসবুক স্ট্যাটাসকে ধর্মবিরোধী ও রাসূল (সা.)-এর বিরুদ্ধে জঘন্য আক্রমণ বলে উল্লেখ করেছেন। তিনি এটিকে শাহবাগপন্থীদের পরিকল্পনার অংশ হিসেবে ব্যাখ্যা করে লিখেছেন, "এদের শেকড়ের গভীরতা বের করে সমূলে উৎপাটন ম্যান্ডেটরি।"

তার পোস্টে তিনি শাহবাগ আন্দোলনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন। তিনি উল্লেখ করেছেন, তথাকথিত ব্লগার অভিজিৎ, দীপন, রাজীবদের উত্থান ও হত্যার পেছনে ভারতের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। তার ভাষায়, "এই কাজগুলো ভারতের গোয়েন্দা সংস্থা ঘটিয়ে দোষ চাপিয়েছিলো নিরীহ মুসলমানদের ওপর।"

সৈকত আরও দাবি করেন, ২০১৪ সালের নির্বাচনে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। তিনি অভিযোগ করেন, শাপলা চত্বরে ধর্মীয় আলেম ও শিশুদের ওপর গণহত্যার মাধ্যমে ইসলাম বিদ্বেষী পরিকল্পনা সফল করেছে ভারত ও হাসিনার সরকার।

তার বক্তব্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, "যে কোনো শাহবাগের সম্ভাবনাকে পিষে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে বাংলাদেশের স্বার্থেই।"

তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, "এবার কিন্তু শেষ রক্ষা হবে না।"

আফরোজা

×