ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বিএনপির কমিটি গঠন নিয়ে তিন স্থানে সংঘর্ষে আহত অর্ধশত

স্টাফ রিপার্টার, বাগেরহাট।।

প্রকাশিত: ২০:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির কমিটি গঠন নিয়ে তিন স্থানে সংঘর্ষে আহত অর্ধশত



বাগেরহাটের তিনটি উপজেলায় বিএনপির পৃথক ৩ টি ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষ নেতা কর্মীদের মাধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে  গুরুতর কয়েকজনকে বাগেরহাট, চিতলমারী, ফকিরহাট ও খুলনা ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারী) দুপুরে জেলার কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আফজাল হাওলাদার ও লিয়াকত গ্রুেপের মধ্যে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়ে  উভয় গ্রুপের  ১৫/২০ জন জখম হয়। যার মধ্যে বেশ কয়েকজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একই সময়ে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কবির মাস্টার গ্রুপ ও মোস্তাফিজুর রহমান কচি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়ে উভয়পক্ষের ১৫ জন আহত হন।
এদিকে বিকালে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া  ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।


এ ব্যাপারে পুলিশ জানিয়েছে সংঘর্ষের ঘটনায় কেউ সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেনি। তবে বিভিন্ন এলাকায় উত্তেজনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিএনপির নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতারা বলেছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন।

বাবুল/সাজিদ

×