ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না : মির্জা আব্বাস

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না : মির্জা আব্বাস

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, শয়তান লোকই করে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ঘোষণা দিয়ে দেরি করার দরকার নেই। যদি চক্রান্ত না থাকে, ডিসেম্বরেই নির্বাচন হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

নির্বাচন নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ভাবসাব এমন, নির্বাচন আসলে শুধু বিএনপিই নির্বাচনে যাবে, আর কেউ যাবে না। কিন্তু নির্বাচন এলে নাকে খত দিয়ে আসবেন, কারণ বিএনপি নির্বাচনের কথা বলেছে।

অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি কোনো অশুভ শক্তির কার্যক্রম বাস্তবায়ন হতে দেবে না এবং ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।

 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=RQcedxUGzcs&ab_channel=EkattorTV

জাফরান

×