ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

জুলকারনাইন সায়েরের স্ট্যাটাস

নেতাকর্মীদের না জানিয়ে শেখ হাসিনার ভারত চলে যাওয়া বিশ্বাসঘাতকতা: আওয়ামী সিনিয়র নেতা

প্রকাশিত: ১৮:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নেতাকর্মীদের না জানিয়ে শেখ হাসিনার ভারত চলে যাওয়া বিশ্বাসঘাতকতা: আওয়ামী সিনিয়র নেতা

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের এক সিনিয়র নেতা সাংবাদিক জুলকারনাইন সায়েরকে জানিয়েছেন, যে সকল নেতা-নেত্রী বিদেশে পালিয়ে গেছেন, তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুদ্ধ, অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। এক ফেসবুক পোস্টে জুলকার এ কথা জানান। 

সেই পোস্টে আরো বলা হয়েছে, বিদেশে অবস্থানরত এ সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন, কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সা সাথে করে নিতে পারেননি। কারোই কোন প্রস্তুতি ছিলোনা। আর বেশিরভাগই সম্পদ গড়েছেন অন্যের নামে। যা আদায় করতে তাদের বেশ বেগ  পেতে হচ্ছে। 

বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরা মাথাপিছু ২০লক্ষ টাকা পর্যন্ত খরচ করছেন বলেও আওয়ামী লীগের ওই সিনিয়র নেতা জুলকারনাইন সায়েরকে জানিয়েছেন। 

রিফাত

আরো পড়ুন  

×