![শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৩-43-2502111152.jpg)
ছবি: সংগৃহীত।
৫ই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার বিষয়ে আজ (১১ ফেব্রুয়ারি) বক্তব্য দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি সাংবাদিকদের জানান, আমাদের আইনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিধান রয়েছে এবং আমরা তার বিচারের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করছি। কেউ যদি পলাতক থাকেন, তার বিচার হয় না? যেমনভাবে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হয়, তেমনভাবেই সাবেক প্রধানমন্ত্রীকেও প্রত্যর্পণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।"
ড. নজরুল আরও বলেন, "ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার জন্য আমাদের তরফ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে ইন্টারপোল এটি কার্যকর করেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য নেই। আমাদের আইসিটি ট্রাইব্যুনালের বিচারকাজ শেষ হলে, যদি আদালত মনে করে এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) প্রয়োজন, তাহলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যর্পণ চাওয়া হবে।"
এ প্রসঙ্গে ভারত সরকারের মনোভাব নিয়ে তিনি বলেন, "ভারত নানা অজুহাতে এই প্রত্যর্পণ প্রক্রিয়াকে নাকচ করার চেষ্টা করছে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করার সুযোগ দিচ্ছে। এতে করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। আমাদের মনে হয় না, ভারত সরল বিশ্বাসে এই আইন অনুসরণ করতে চাইবে, তবে আমরা আমাদের দাবি জানাতে থাকব।"
ড. আসিফ নজরুল আরও বলেন, "শেখ হাসিনা দাবি করছেন যে মুগ্ধকে ছাত্ররাই গুলি করে হত্যা করেছে। তিনি বর্তমানে মিথ্যাচার করছেন এবং উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন— কোথায় আগুন লাগাতে হবে, কী করতে হবে, কাকে ছাড় দেওয়া হবে না— এসব বলে তিনি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। এটি শুনে আমি হতবাক হয়েছি। কারণ তার মধ্যে নুন্যতম অনুশোচনা নেই।