![জুলাইয়ের জন্য চাকরিতে আলাদা কোনো কোটা রাখা হবে না জুলাইয়ের জন্য চাকরিতে আলাদা কোনো কোটা রাখা হবে না](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-11-at-44807-PM-2502111053.jpg)
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের পুনর্বাসন ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
স্ট্যাটাসে তিনি জানান, শহীদ পরিবারগুলোকে এককালীন ক্ষতিপূরণের পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির সুযোগ দেওয়া হবে। তবে এই চাকরি কোনো নতুন কোটার মাধ্যমে দেওয়া হবে না, বরং পরিবারের কর্মক্ষম একজন সদস্যকে একবারের জন্য যোগ্যতার ভিত্তিতে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হবে।
অন্যদিকে যেসব আহত ব্যক্তি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, যেমন অন্ধ হয়ে গেছেন বা অঙ্গহানি হয়েছে, তাদের জন্য আজীবন মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। নাহিদ ইসলাম উল্লেখ করেন, এই আহতদের বড় অংশ তরুণ, যাদের সারা জীবন আন্দোলনের ক্ষত বয়ে বেড়াতে হবে এবং অনেকের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে। কয়েক হাজার পরিবার এই অভ্যুত্থানের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের এই ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে এসব পরিবার যেকোনো সুযোগ-সুবিধার চেয়ে সবার কাছ থেকে সম্মান ও মর্যাদাই বেশি চায়।”
সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এর বাস্তবায়ন কেমন হবে সেটাই এখন দেখার বিষয়।
আসিফ