ছবি: জনকন্ঠ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের,আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
আজ ( ১১ ফেব্রুয়ারী ) মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর থানা ৫৭ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন, তিনি আর ও বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করলে আমরা বসে থাকবো না। আমরা রাজ পথে ছিলাম, আছি, থাকবো। জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে চলবে। আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
দেশ থেকে হাসিনা পালালেও তার পেতাত্তারা এখন ও নানা অপকর্ম করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে যদি আবার মাঠে নামতে হয় আমরা নামবো। জনগণের ভোটের অধিকার নিয়ে যারা ষড়যন্ত্র করছে ।
তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ গাফফার, সিনিয়র যুগ্ন আহবায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, মো: রাফিজুল হাই রাফিজ, যুগ্ন আহবায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ,মো: হুমায়ুন কবির, সদস্য, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, সোহেল আরমান, সদস্য সচিব, কামরাঙ্গীরচর থানা যুবদল, নাসির উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সিদিক হাওলাদার প্রমুখ।
জাফরান