ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আন্দোলনের শক্তি সমুহের মধ্যে অনৈক্য সৃষ্টির প্রচেষ্টা পতিত ফ্যসিবাদ লাভবান হবে: প্রিন্স

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ১৬:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আন্দোলনের শক্তি সমুহের মধ্যে অনৈক্য সৃষ্টির প্রচেষ্টা পতিত ফ্যসিবাদ লাভবান হবে: প্রিন্স

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন দেশের স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানিয়েছেন। 

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের হলুয়াঘাটে পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে হলুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার কারামুক্তি দিবস উপলক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর দয়া ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন হাজার হাজার মানূষের আত্মত্যাগে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে জনগণের এই বিজয় ধরে রাখতে হবে। তিনি বলেন আন্দোলনের শক্তি সমুহের মধ্যে অনৈক্য সৃষ্টির প্রচেষ্টা পতিত ফ্যসিবাদ লাভবান হবে। তিনি বলেন পতিত ফ্যাসিস্ট নানা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাদের কোনও ফাদে পা দেয় যাবে না । তিনি সরকারের প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানান।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায়  সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ,আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আবদুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, চেয়ারম্যান শফিকুর রহমান, মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ প্রমুখ।

আসিফ

×