ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পিনাকি ভট্টাচার্য

আমি কারো দুর্নীতি নিয়া কোন অনুসন্ধান করিনা

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১৫:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আমি কারো দুর্নীতি নিয়া কোন অনুসন্ধান করিনা

ছবি: সংগৃহীত

আজ ১১ ফেব্রুয়ারি, ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন পিনাকি ভট্টাচার্য, যেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। স্ট্যাটাসে পিনাকি জানান, গতকাল ইলিয়াসের সাথে আলাপের সময় ইলিয়াস তাঁকে জানিয়েছেন যে, অনেকেই "ইলিয়াসের লোক" পরিচয় দিয়ে ধান্দাবাজি করছে। ইলিয়াসের মিডিয়া এবং নিয়োগকৃত লোকদের মধ্যে কেউ যদি কোনো ধান্দাবাজি করে, তাহলে সে বিষয়ে তাকে জানাতে বলছেন ইলিয়াস।

পিনাকি আরও জানান, আজ সকালেই নাসিরুদ্দিন এলান ভাই তাকে ফোন করে বলেন, যে এক ব্যক্তি গনপুর্তে গিয়ে বড় কর্তাদের বলছে, পিনাকি গনপূর্ত নিয়ে একটি এপিসোড বানাবে এবং সব ফাঁস করে দেবে।  তাকে টাকা দিলেই নাকি সেই ব্যক্তি নাকি টাকা পেলেই থামিয়ে দেবে।

পিনাকি দৃঢ়ভাবে বলেন, "যদি কেউ আমার বা ইলিয়াসের নামে ধান্দাবাজি করতে আসে, তাহলে তাকে থার্ড ডিগ্রি দিয়ে পুলিশে দিবেন।" তিনি আরো বলেন, তিনি কখনোই দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করেন না, এটি তার কাজ নয়। তার কাজ হচ্ছে পলিটিক্স নিয়ে কথা বলা এবং ফ্যাসিস্টদের দোসরদের খুঁজে বের করা।

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/15WZzEsviv/

জাফরান

×