![ছাত্ররা রাজনীতি করলে পড়াশোনা করবে কে: এম এ আজিজ ছাত্ররা রাজনীতি করলে পড়াশোনা করবে কে: এম এ আজিজ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/04-1-2502101837-2502110910.jpg)
ছবি : সংগৃহীত
ছাত্ররা রাজনীতি করলে পড়াশোনা করবে কে, বললেন প্রখ্যাত রাজনীতিবিদ এম এ আজিজ। ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে এমন মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে টকশোতে এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করাকালীন এমন কথা বলেন তিনি।
এক প্রসঙ্গে উপস্থাপক তাকে বর্তমান ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে যে আলোচনা উঠেছে সেটা গঠন করলে, কিভাবে গঠন করা হবে প্রশ্ন করেন।
এই প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেন ছাত্রদের কথা বললে আমি প্রথমেই বলবো ছাত্ররা প্রথমে করবে পড়াশোনা। কেউ যদি মাস্টার্স করে সে পরে পিএইচডি করবে।
এছাড়াও তিনি বলেন, আমি স্বীকার করি এই আন্দোলনের কারণে রাজনীতিতে ছাত্ররা আগ্রহ প্রকাশ করছে। কিন্তু দেখা যাচ্ছে ইনোসেন্ট ছাত্ররা সরকার চালনায়।
এরপর তিনি বলেন, ছাত্ররা যদি রাজনীতি করে তাহলে পড়াশোনা করবে কে দেশটা চলবে কিভাবে।
শিলা ইসলাম