ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

সরকার কোটার দাবি মেনে নিলেও পতনের দুরুন্ত প্লান তৈরির ভূমিকায় শিবির নেতা মির্জা গালিব

প্রকাশিত: ১১:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সরকার কোটার দাবি মেনে নিলেও পতনের দুরুন্ত প্লান তৈরির ভূমিকায় শিবির নেতা মির্জা গালিব

ছবি: সংগৃহীত

একটি সাক্ষাৎকারে উপস্থাপক মির্জা গালিবকে প্রশ্ন করেন, “জুলাই আন্দোলনের পরিকল্পনা কী ছিল এবং এই আন্দোলনকে কীভাবে এগিয়ে নিতে হবে, এটি আপনাদের মাথায় কিভাবে এলো?”

মির্জা গালিব জানান, "আন্দোলনের সময় আমি সবসময় আন্দোলনকারীদের সঙ্গে ছিলাম। বিশেষ করে ৫ আগস্টের ৭ দিন আগে, যেকোনো বিষয়ে পরামর্শের জন্য আমাকে কল করা হলে, আমি সেগুলো দিতাম। এক সময় তারা বলেছিল যে সরকার কোটা আন্দোলনের সব দাবি মেনে নেবে, কিন্তু তারপর প্রশ্ন উঠেছিল, ‘যদি সরকার দাবি মেনে নেয়, তাহলে আন্দোলন কিভাবে এগোবে?’ এরপর আলোচনা করে আমরা আরও ৯ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করি, যা সরকারের মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন সরকার পতনের দিকে এগিয়ে যায়।”

এখন, উপস্থাপক মির্জা গালিবকে জিজ্ঞেস করেন, “তাহলে, আপনারা কি শুরু থেকেই সরকারের পতন লক্ষ্য করছিলেন?”

গালিব উত্তর দেন, “না, আমি এটা বলবো না। প্রথমে আমাদের মূল দাবি ছিল কোটা সংস্কার। কিন্তু যখন সরকার গণতান্ত্রিকভাবে সমস্যার সমাধান করেনি, তখন আন্দোলনকারীরা সরকার পতনের দাবি তোলেন। তাই, আমার মনে হয়, যদি সরকার প্রথম থেকেই গণতান্ত্রিক উপায়ে এই আন্দোলন পরিচালনা করতো, তাহলে আন্দোলন সরকার পতনের এই পর্যায়ে পৌঁছাতো না।"

সূত্র: https://www.youtube.com/watch?v=fxMh23YV2J0

নুসরাত

×