ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দীপু মনি দম্পতির ৮ কোটি টাকার অবৈধ সম্পদ!

প্রকাশিত: ০৮:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দীপু মনি দম্পতির ৮ কোটি টাকার অবৈধ সম্পদ!

ছবি: সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে প্রায় ৬০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুই মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেওয়া হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, দীপু মনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকে ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন।

অন্য মামলার এজাহারে বলা হয়, দীপু মনি ও তার স্বামী তাওফিক নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখেন।

শিহাব

×