ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বিদেশে বসে কেউ কেউ পরিস্থিতি উসকে দিয়ে বিপ্লবী সাজছে: রাশেদ খান

প্রকাশিত: ০৫:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশে বসে কেউ কেউ পরিস্থিতি উসকে দিয়ে বিপ্লবী সাজছে: রাশেদ খান

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে, বিদেশে বসে কিছু ব্যক্তি দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। তারা দেশের বাস্তবতা না বুঝে উসকানিমূলক কথাবার্তা বলে নিজেদের বিপ্লবী হিসেবে দেখানোর চেষ্টা করছে।

তিনি বলেন, সরকার একদিকে স্থিতিশীলতা বজায় রাখার কথা বললেও, অন্যদিকে নিজেরাই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে এবং বিভিন্ন ইস্যু উসকে দিচ্ছে।

রাশেদ খান দাবি করেন, “সরকার বলছে তারা নাশকতার সঙ্গে জড়িতদের ধরবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ৫৭২ জন নেতা-কর্মী ইতোমধ্যে জামিন পেয়েছেন। এমনকি সাবেক সংসদ সদস্যরাও সেই তালিকায় রয়েছেন। তাহলে সরকারের গণহত্যার বিচারের নমুনা কী?”

তিনি আরও অভিযোগ করেন, “সরকারি ইন্ধনেই সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকারের উপদেষ্টারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়েছেন। একদিকে তারা বলছে দেশকে স্থিতিশীল করতে হবে, অন্যদিকে নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”

বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিয়ে তিনি বলেন, “দেশের জনগণ এখন সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, তাতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অথচ সরকার নতুন নতুন ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “সরকার একদিকে বলছে ভাঙচুর বন্ধ করতে হবে, অন্যদিকে নিজেরাই উসকানি দিচ্ছে। বুলডোজার কোথা থেকে আসে? এগুলো তো সরকারেরই। তাহলে এ ধরনের দ্বৈত নীতি কেন?”

তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে বাস্তবতা বোঝার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

ভিডিও দেখুন: https://youtu.be/RtUHHPu2BSM?si=SmEPoDl41TfvtgfG

এম.কে.

×