ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ও চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, দেশের স্থিতিশীলতার জন্য কার্যকর রাজনৈতিক সরকার থাকা জরুরি। কিন্তু বর্তমান কোমরভাঙ্গা সরকার ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। তিনি স্পষ্টভাবে মন্তব্য করেন, "এরা তো ক্ষমতা শেষে ইউরোপ-আমেরিকা চলে যাবে!""
তিনি আরও বলেন, বর্তমান সরকার জাতীয় ঐক্যের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তিস্বার্থ রক্ষায় সমগোত্রীয় ব্যক্তিদেরকে নিয়ে একটি দুর্বল সরকার গঠন করেছে, যা শুরু থেকেই একটি বড় ভুল ছিল।
নুর বলেন, এই সরকারের গঠনপ্রণালীতে রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব থাকায় এটি নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে, কৃষির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নেই, যা নীতিগত ব্যর্থতার অন্যতম উদাহরণ।
তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে টানাপোড়েন, কৃষি নীতি, কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া, এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই।
তিনি আরও বলেন, দেশে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যাদের জন্য চাল-আটার দাম দুই টাকা বাড়লেই জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অথচ সরকার এসব বিষয়ে কোনো চিন্তা করছে না। ছয় মাস পেরিয়ে গেলেও সংস্কারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। বরং সাম্প্রতিক ঘটনাবলীর ফলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে, এভাবে চলতে থাকলে বিদেশি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য থমকে যাবে এবং অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে।
ভিডিও দেখুন: https://youtu.be/_yo1hVxsaMI?si=Th50sEpplLRuyc2s
এম.কে.