ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ক্ষমতায় আসার মত দল আসলে একটাই আছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ০৩:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ক্ষমতায় আসার মত দল আসলে একটাই আছে: ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতায় আসার মতো একমাত্র দল বিএনপি। তার মতে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তারা সঠিকভাবে নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে পারবে না।

সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, "সংস্কার ও বিচার প্রক্রিয়ার আগে নির্বাচন, না কি নির্বাচন আগে হবে—এ নিয়ে বিতর্ক থাকলেও, মূল বিষয় হলো, নির্বাচন নিজেই একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ার অংশ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ছয়টি কমিশন গঠন করেছে, যার মধ্যে একটি নির্বাচন সংক্রান্ত কমিশন। এই কমিশন ইতোমধ্যেই সুপারিশমালা তৈরি করে ডিসেম্বর মাসে প্রতিবেদন জমা দিয়েছে। অর্থাৎ, সংস্কারের রূপরেখার মধ্যেই নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে এবং এই প্রক্রিয়া চলমান।"

তিনি আরও বলেন, এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার সময় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, দেড় থেকে দুই বছরের মধ্যে ঐকমতের ভিত্তিতে যতটুকু সংস্কার সম্ভব, তা সম্পন্ন করতে হবে। একইসঙ্গে, এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকারও যে রোডম্যাপ ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে যে, চলতি বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, "এখন পর্যন্ত রাজনৈতিক মঞ্চে বিএনপি ছাড়া কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বী দল নেই। যদি বিএনপি বড় ধরনের বিজয় নিয়ে ক্ষমতায় আসে, তবে তা দলের স্বার্থের পাশাপাশি দেশের গণতন্ত্রের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। এমন পরিস্থিতিতে একদলীয় শাসনের ঝুঁকি তৈরি হতে পারে, যা দেশকে পুনরায় স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে দিতে পারে।"

তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন। আওয়ামী লীগের শাসনামলে ব্যাংক লুট ও দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেন, "বর্তমান সরকারের হাতে কার্যত কোনো অর্থ নেই। ট্রেজারি শূন্য, ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করছে। প্রতিদিন দেড় থেকে দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ফলে অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে।"

অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সরকারকে অবশ্যই জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

ভিডিও দেখুন: https://youtu.be/_yo1hVxsaMI?si=zZztfS-XZMYsW-iu

এম.কে.

×