![জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাবরীনা জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাবরীনা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1-2502101729.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের সন্তান ডা. সাবরীনা হুসেন মিষ্টি।
জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ডা. সাবরীনা হুসেন মিষ্টিকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেয়া হয়।
জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হেলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডা. সাবরীনা বলেন, আমাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করি এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে, ডা. সাবরীনা হুসেন মিষ্টি জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্খীরা।
ডা. সাবরীনা হুসেন মিষ্টির পুরো পরিবার বিএনপির সাথে জড়িত ছিলেন। আর সেই জন্য বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় মিথ্যা করোনা মামলায় জেলে যেতে হয়েছিল বলে জানিয়েছেন ডা. সাবরীনা হুসেন মিষ্টি।
সজিব