![আওয়ামী লীগের রেখে যাওয়া সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে: শামা ওবায়েদ আওয়ামী লীগের রেখে যাওয়া সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে: শামা ওবায়েদ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/9-2409251131-1-2502101646.jpg)
ছবিঃ সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, প্রত্যেক স্থানে আওয়ামী লীগ তার সিন্ডিকেট তৈরি করে রেখেছে। সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ে। মানুষ কষ্ট পায়। আওয়ামী লীগের রেখে যাওয়া সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। তিনি আরো বলেন, ৫ আগস্ট বাংলাদেশের আসল ডেভিল পালিয়ে গেছে। তিনি তার নিজের বাড়িতে গেছেন। বাংলাদেশকে বাঁচিয়ে গেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পুরাদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয় মাঠে কাইচাইল ইউনিয়ন যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৭ বছরের বেদনা গ্লানি, রাগ দুঃখ কষ্ট সব কিছুর অবসান ঘটেছে হাসিনার বিদায়ের মধ্য দিয়ে। হাসিনা দেশটাকে গত ১৭ বছরে ধ্বংস করে দিয়েছে। আবারও দেশটা গড়তে হবে। ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কারণেই আজ দেশে সমাবেশ করতে পারছি। বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী এখনও গুলিবিদ্ধ অবস্থায় বিছানায় রয়েছে, তাদের কথা ভুলে গেলে চলবে না।
৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সংবিধান ঠিক করতে হবে। একজন ব্যক্তির হাতে যখন সব ক্ষমতা থাকে তখন কী হয়, হাসিনাকে দেখে আমরা শিখছি। এ ভুল আর বাংলাদেশের মানুষ এবং রাজনীতিবিদরা করবেন না। বিএনপি সেই দল যে দল রাষ্ট্র ক্ষমতায় যাবে, সুষ্ঠ ভোট হলে যে দল সরকার গঠন করবে, সেই দল যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। সংসদ হতে হবে জবাবদিহিমূলক। যে সংসদের সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।’
কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাতুব্বরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল আহসান টিটু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।
রিফাত