ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

উস্কানিটা একপাক্ষিক ছিলো না: মেহেদী হাসান

প্রকাশিত: ২২:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

উস্কানিটা একপাক্ষিক ছিলো না: মেহেদী হাসান

লেখক ও সমালোচক মেহেদী হাসান আজ (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন।

“উস্কানিটা একপাক্ষিক ছিলো না। কিন্তু সমালোচনার তির একদিকেই ছুটছে।”

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা ও বিক্রির অভিযোগে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলায় দুর্বৃত্তরা একটি স্টল ভাঙচুর করেছে। জানা গেছে, লেখিকার ‘চুম্বন’ বই রাখার অভিযোগে এই ঘটনা ঘটেছে।

এরই প্রেক্ষিতে মেহেদী হাসান ফেসবুকে এমনটি লিখেন।

শিহাব

×