ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

উপদেষ্টা পরিষদে পতিত স্বৈরাচারের দোসররা স্থান পেয়েছে: মির্জা ফখরুল 

প্রকাশিত: ২১:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

উপদেষ্টা পরিষদে পতিত স্বৈরাচারের দোসররা স্থান পেয়েছে: মির্জা ফখরুল 

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস, বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে প্রধান উপদেষ্টাকে লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসীবাদী শাসনের পতনের পর আপনাদের দায়িত্ব গ্রহণের ৬ মাস পরেও দেশের বিভিন্ন সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সরকারের নিয়ন্ত্রণনাধীন অনেক সংস্থা ও প্রতিষ্ঠানে পতিত সরকারের অপকর্ম এবং অপশাসনের দোসরগণ স্বাচ্ছন্দে বিরাজ করছে। এমনকি সরকারের উপদেষ্টা পরিষদেও পতিত স্বৈরাচারের কতিপয় দোসর স্থান পেয়েছে দূর্ভাগ্যজনকভাবে।  

সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠকে তিনি এই লিখিত বক্তব্যে তুলে ধরেন।  

মির্জা ফখরুল বলেন, সচিবালয় থেকে শুরু করে সারাদেশে গুরুত্বপূর্ণ পদে থাকা এসব ব্যক্তিদের একটি কুচক্রিমহল ‘যোগ্য ও অভিজ্ঞ’বলে বহাল রাখার অপচেষ্টায় রত। অথচ এসব তথা কথিত যোগ্য ও অভিজ্ঞদের যোগ্যতা ছিল ফ্যাসীবাদের তোষণ করাও নির্বিবাদে অন্যায় আদেশ পালন করা এবং  অভিজ্ঞতা হলো অপশাসন ও দুর্নীতি-অনাচার সহায়তার মাধ্যমে নিজেরাও ক্ষমতা ও দুর্নীতির অংশীদার হওয়া। যথাশীঘ্র এদের অপসারণ করা না হলে নিজ স্বার্থেই এরা পতিত ফ্যাসীবাদের প্রত্যাবর্তন ও পুর্নবাসনে সহযোগীতা করে দীর্ঘ ১৬ বছর এবং বিশেষ করে জুলাই-আগষ্টের শহীদদের আত্মদানকে ব্যর্থ করে দেবে। সাম্ভব্য বিপর্যয়রোধে এদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেয়া ও তা কার্যকর করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, অতিসম্প্রতি বিগত ফ্যাসীবাদের সময়ে পদোন্নতি বঞ্চিত ও অকাল অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের ভুতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হয়েছে, প্রয়োজনে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিভিন্ন পদে পদায়ন করা যেতে পারে। বিতর্কিত ও স্বৈচারের দোসরদের অনেককে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠার পরও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকায় স্বৈরাচারের দোসর এসব ডি সি গণ আওয়ামী দোসরদের গোপনে অনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ফলে দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা কিছুই নিয়ন্ত্রণে আসছে না।

শিহাব

×