ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বিগত সরকার পাঠ্যবইতে নাস্তিকের থিওরি অন্তর্ভুক্ত করেছে: চরমোনাই পীর

প্রকাশিত: ২০:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বিগত সরকার পাঠ্যবইতে নাস্তিকের থিওরি অন্তর্ভুক্ত করেছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা ন্যায্য দাবি আদায়ে যখন আওয়াজ তুলেছিল তখন কেউ সাহস করে পাশে দাঁড়ায়নি। একমাত্র ইসলামী আন্দোলনের ব্যানার নিয়ে আমরা সর্বপ্রথম রাস্তায় দাঁড়িয়েছি। বিগত সরকার পাঠ্যবইতে নাস্তিকের থিওরি অন্তর্ভুক্ত করেছে। আমরা যখন শান্তি প্রতিষ্ঠার জন্য মাঠে-ময়দানে কাজ করেছি তখন ভারত থেকে অপপ্রচার চালানো হয়েছে।’

সোমবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন কলাপাড়া শাখা আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘আওয়ামী লীগের কাজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পাশের (ভারত) রাষ্ট্রকে খুশি করা। তারা গোপনে দেশবিরোধী অনেক চুক্তি করেছে। ট্রানজিটের নামে করিডোর দেওয়া হয়েছে।’ ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিহাব

×