![পল্টি নেয়া শমসের বললেন আমি বিএনপি করতাম পল্টি নেয়া শমসের বললেন আমি বিএনপি করতাম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৫-11-2502101331.jpg)
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার পারভেজ মিয়া হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে আরো চারদিনের রিমান্ড দিয়েছে আদালত।
একই মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি চেীধুরি আব্দুল্লাহ আল মামুনকেও চারদিনের রিমান্ড দিয়েছে আদালত।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। শুনানি চলাকালে শমসের মুবিন চৌধুরী মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরেন। ৫ আগস্ট আমি বাসায় ছিলাম এবং কোন খুনের ঘটনার সাথে জড়িত ছিলাম নই। রিমান্ডের আবেদন নাকোচ করা হোক। এক প্রযায়ে তিনি আদালতকে বলেন, ১৫ বছর বিএনপির রাজনীতি করেছি।
শমসের মুবিন চৌধুরির এ বক্তব্যের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তার রিমান্ডের যুক্তি তুলে ধরে বলেন, শমসের চৌধুরি পল্টিবাজ নেতা। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=Y2v672a6Jrk
শিহাব