![প্রবাসী একটিভিস্টদের কৃতিত্ব স্বীকার করলেন সারজিস আলম প্রবাসী একটিভিস্টদের কৃতিত্ব স্বীকার করলেন সারজিস আলম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Yourxt-1-2502101305.jpg)
ছবি : জনকণ্ঠ
আওয়ামী রেজিমের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রবাসী লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ড. কনক সরওয়ারকে কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণার সংবাদ সম্মেলনে এ কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, “ইলিয়াস ভাই, পিনাকী দাদা, কনক সরওয়ারসহ আরও অনেকে আওয়ামী রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে আওয়াজ তুলেছেন এবং এখনও দেশের স্বার্থে কথা বলে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
সারজিস আলম আরও জানান, অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে গণমাধ্যম কঠোর নিয়ন্ত্রণের শিকার ছিল। বিভিন্ন সংস্থা সংবাদ প্রতিবেদনের শব্দ ও বাক্য নির্ধারণ করত। তবে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকরা সাহস যুগিয়েছেন এবং আওয়ামী রেজিমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অবদান ভুলে যাওয়া যাবে না। তারা সব সময় দেশের কল্যাণে কাজ করে গেছেন।”
এদিন রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক অনুষ্ঠানে সংগঠনটি চারটি মহাদেশ ও ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটি জানায়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনে যুক্ত করাই এই কমিটির প্রধান লক্ষ্য।
মো. মহিউদ্দিন