ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রাজনীতি না বিসিএস, কোন পথে আগাতে চান সারজিস?

প্রকাশিত: ১৮:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাজনীতি না বিসিএস, কোন পথে আগাতে চান সারজিস?

আপনি তো জুলাই এর আগে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন, এখন কি আর বিসিএস দিবেন নাকি যারা আমলা তাদের বস হওয়ার স্বপ্ন দেখছেন? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেন  উস্থাপিকার এমন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সারজিস আলম বলেন, সত্যি কথা বলতে বাংলাদেশে এই যে বস হওয়ার যে চিন্তা-চেতনা এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 

আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি, এতোদিন আমাদের যারা রাজনীতিবিদ ছিল তারা একবার ভোটে হোক বা ভোটে ছাড়া হোক নির্বাচিত পরে তাদের পা আর মাটিতে পড়তো না, পা তখন উপরের দিকে থাকতো। আমরা এই যখন বস হওয়ার চিন্তা করবো তখন পা মাটিতে থাকবে না। জাস্ট নির্বাচনের আগের দিন জনগণের কাছে যাব, বড়বড় লেকচার দিব তারপর পাঁচ বছর খুঁজে পাওয়া যাবেনা। 

আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যাওয়ার আমার ইচ্ছা ছিল সেটিতে আমি গিয়ে আমলাতন্ত্রের যে চেইন অফ কমান্ড আর চাটুকারিতার যে নিদর্শন দেখতে পেয়েছি এই জায়গা থেকে রাষ্ট্রের জন্য যা কন্ট্রিবিউশন করা প্রয়োজন স্পষ্ট করে বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার দেশপ্রেম আছে, সততা আছে, ইন্টিগ্রিটি আছে এরকম তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসা। এই মানুষগুলোকে রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন।

 ওই সিভিল সার্ভিসের চেয়ে আমি যদি এই রাজনীতির মাঠে ওই সততা আর এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে আমি থাকতে পারি আমি দেশের এবং মানুষের জন্য বেশি কিছু করতে পারবো এবং সেটাকে সামনে রেখে আমি কাজ করতে চাই।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=CHGwv4dv0ZE

শিহাব

×