![সাবেক মন্ত্রীর বাড়িতে ডেভিল হান্ট: কতজনকে আটক করেছে পুলিশ? সাবেক মন্ত্রীর বাড়িতে ডেভিল হান্ট: কতজনকে আটক করেছে পুলিশ?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-2502101235.jpg)
ছবিঃ সংগৃহীত
গত দুদিনে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় ডেভিল হান্ট অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে অপ্রীতিকর ঘটনায় দায়ের করা মামলায় তাদের আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ সূত্রে এ সংবাদ জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জনকণ্ঠকে বলেন, গত দুদিনের অভিযানে এদের আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন, অভিযানে যাদের আটক করা হয়েছে তারা সবাই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় চালান হবে।
উল্লেখ্য, গত পরশু রাতে গাজীপুর সদর থানার ধীরাশ্রমস্থ দাক্ষিণখান গ্রামে শতাধিক ছাত্র-জনতা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অভিযানে যায়। এসময় মন্ত্রীর বাড়িতে ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে হামলায় ২০ ছাত্র-জনতা গুরুতর আহত হন। এরা আশপাশের গ্রামের স্থানীয় বাসিন্দা।
রেজা