ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

শিক্ষক আন্দোলনে বোরকা পরা পুরুষ! আটক করে যা জানাল পুলিশ

প্রকাশিত: ১৮:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষক আন্দোলনে বোরকা পরা পুরুষ! আটক করে যা জানাল পুলিশ

ছবিঃ সংগৃহীত

শিক্ষক নিবন্ধন নিয়োগ জটিলতার কারণে সুপারিশপ্রাপ্তদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পরও নিয়োগ কার্যক্রম শুরু না হওয়ায়, চাকরির দাবিতে শাহবাগে আন্দোলন অব্যাহত রেখেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন চাকরিপ্রত্যাশী শিক্ষকরা। আন্দোলনকারীদের দাবি, চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনকে সুপারিশ করা হলেও কিছু রিটকারীর কারণে তাদের সুপারিশ বাতিল হয়েছে। ফলে তারা এখন চাকরিবঞ্চিত।

এক আন্দোলনকারী বলেন, "আমাদের একটাই দাবি—আমরা যোগদান চাই, আজকেই চাই! আমরা যদি যোগদান না পাই, তাহলে বাড়ি ফিরব না।" তিনি আরও বলেন, "আমরা সবাই কোথাও না কোথাও চাকরি করতাম। কিন্তু গত নভেম্বরে যোগদানের কথা থাকায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন। এখন আমরা সবাই চাকরিহীন। আমাদের ভবিষ্যৎ কী হবে? সংসার চলবে কীভাবে? আমাদের দায়িত্ব সরকারকে নিতে হবে।"

আন্দোলনে অংশ নেওয়া ঐ পুরুষ চাকরিপ্রত্যাশী বোরকা পরে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, "প্রশাসন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাই আমি এই বেশে এসেছি।"

এদিকে আন্দোলন চলাকালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে ভিডিওতে দেখা গেছে।

সুত্রঃ https://www.facebook.com/share/v/1EUpEXE9hf/

আসিফ

×