![জাতীয়তাবাদীরা অত্যাচারের মধ্যেও ঝান্ডা উচু রেখেছে জাতীয়তাবাদীরা অত্যাচারের মধ্যেও ঝান্ডা উচু রেখেছে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-99-2502101220.jpg)
ছবিঃ দৈনিক জনকণ্ঠ
যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে, তারা সবাই দীর্ঘদিন নির্যাতন অত্যাচারের শিকার হয়ে জাতীয়তাবাদী পতাকার ঝান্ডা উত্তোলন করে রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেধাবী ছাত্রনেতা কামরুজ্জামান (নাহিন)। তিনি আরো বলেন, দীর্ঘদিন এই এলাকার মানুষ বিশেষ করে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে।
আমি ব্যক্তিগতভাবেও রিমান্ডে ছিলাম, একাধিকবার জেল খেটেছি, মামলার শিকার হয়েছি। ইনশাআল্লাহ এখন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে এবং এই গণতন্ত্র এখন যেন বেশি বিকশিত হয়। কালকিনিতে যারা দীর্ঘদিন ত্যাগ, নির্যাতনের শিকার হয়েছে তাদের খোঁজখবর নেয়ার জন্য এবং এখানে যারা শিক্ষার্থী আছে বিশেষ করে ছাত্রজনতাদের এই আন্দোলনে যে ভূমিকা ছিলো তাদের মনের কথা শুনতে আসছি।
আজ সোমবার দুপুরে শিক্ষা, ঐক্য, প্রগতি ছাত্রদলের মূলনীতি এই শ্লোগানকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন সড়কে শতাধীক মোটরসাইকেল সোভাযাত্রা, গনসংযোগ, উপজেলা নির্বাহী অফিসারের ও থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেসে উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ কথা বলেন ছাত্রনেতা নাহিন।
মুহাম্মদ ওমর ফারুক