ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পিনাকীর পরিবারের তথ্য ফাঁস করলেন কোন আ. লীগ নেতা? যা জানালেন সায়ের

প্রকাশিত: ১৭:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

পিনাকীর পরিবারের তথ্য ফাঁস  করলেন কোন আ. লীগ নেতা? যা জানালেন সায়ের

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক মতভেদের জেরে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, সুশান্ত দাস গুপ্ত পলাতক পিনাকী ভট্টাচার্যের পরিবারের ঠিকানা, মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছেন, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি পিনাকী ভট্টাচার্য পাল্টা একইভাবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা-কর্মীদের পরিবারের তথ্য ফাঁস করেন এবং কেউ ক্ষতিগ্রস্ত হন, তাহলে দায় কার?

এই ঘটনা রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ব্যক্তিগত তথ্য ফাঁসের এই প্রবণতা ভবিষ্যতে আরও গুরুতর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আসিফ

×