ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রুমিন ফারহানার বিরুদ্ধে ঢাবি ছাত্রদল নেতার পোস্ট

প্রকাশিত: ১৭:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রুমিন ফারহানার বিরুদ্ধে ঢাবি ছাত্রদল নেতার পোস্ট

ছবিঃ সংগৃহীত।

গত কয়েকদিন ধরে সরকারের অনেক সমালোচনা করে যাচ্ছেন রুমিন ফারহানা। রাতে বের হতে ভয় পান তিনি। এমনকি দেশে নিজেকে আগের থেকে অনিরাপদ মনে করেন এই বিএনপি নেত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভির বারী হামিম তার ফেসবুক পোস্টে বিএনপির এই নেত্রীর বিরুদ্ধে কথা বলেছেন। তিনি তার একটি ফেসবুক পোস্টে লিখেন, দায়িত্ব নিয়ে বলছি-৫ আগস্ট পরবর্তী সময়ে রুমিন ফারহানাকে দলে ভিড়াতে চেয়েছিলেন নতুন দল গড়তে চাওয়া ছাত্রপ্রতিনিধিরা। এ সুযোগ লুফে নিতে বেশ ক'দিন রুমিন ফারহানা বিএনপির নামে অপপ্রচার চালিয়েছে টকশোগুলোতে। শেখ তানভীর বারী হামিমের এই পোস্টে এখন পর্যন্ত ১৭৬ জন রিঅ্যাক্ট করেছেন ৮০ জন মন্তব্য করেছেন এবং ১২ জন শেয়ার করেছেন। 

ফারুক

×