ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পিনাকীর পরিবারের ওপর হামলা হলে দায় কার?

প্রকাশিত: ১৬:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

পিনাকীর পরিবারের ওপর হামলা হলে দায় কার?

ছবি: সংগৃহীত

পিনাকী ভট্টচার্য’র পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হলে তার দায় কার ওপর বর্তাবে এমন প্রশ্ন তোলেন অনুসন্ধানী সংবাদিক জুলকারনাইন সায়ের। আজ সোশাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে একথা বলেন তিনি। 

বাংলাদেশের আলোচিত রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচক পিনাকী ভট্টাচার্যের পরিবারের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সুশান্ত দাস গুপ্ত পিনাকী ভট্টাচার্যের মা, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের ঠিকানা, মোবাইল নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে বলে অভিযোগ অভিযোগ করেন সায়ের।

তার মতে, যদি এই তথ্য ফাঁসের কারণে পিনাকী ভট্টাচার্যের পরিবারের কেউ কোনোভাবে ক্ষতির শিকার হন, তাহলে এর দায় কি সুশান্ত দাস গুপ্তের উপর বর্তাবে না? পাশাপাশি যদি প্রতিশোধ হিসেবে পিনাকী ভট্টাচার্য আওয়ামী লীগের দুর্নীতিবাজ বা বিতর্কিত নেতা-কর্মীদের পরিবারের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করেন এবং তাতে কেউ ক্ষতিগ্রস্ত হন, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? প্রশ্ন তোলেন সায়ের।

সূত্র: https://www.facebook.com/share/p/1B8LSmHMtC/

ইসরাত জাহান

×