ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

সারজিস আলম

যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ

ছবিঃ সংগৃহীত

আজ ১০ ফেব্রুয়ারি, নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক ভেরিফাইড একাউন্টে একটি ছবি সহ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের ওপর গুরুত্ব দেন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি  বলেন—

"৬ জুন সকাল থেকে একসাথে যে পথচলা শুরু হয়েছিলো, সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিলো, কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪ এর গনহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ, যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।"

সারজিস আলমের এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তার সমর্থকরা একে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নতুন বার্তা হিসেবে দেখছেন। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি আগামী দিনের আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতির একটি দিকনির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে সারজিস আলমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে তার সাম্প্রতিক স্ট্যাটাস সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তিনি  জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তার নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

সূত্রঃ https://www.facebook.com/share/p/1Dx9rdHDY8/

 

জাফরান

×